সীমান্তে চোরাচালান এবং মাদক বন্ধে নেত্রকোনায় সাংবাদিকদের সাথে ৩১-বিজিবির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়ন সদর দপ্তরের হলরুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা সুনামগঞ্জ ধৌবাউরাসহ সীমান্তের সকল উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় সভায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক সাব্বির আহমেদ জেলার সীমান্ত এলাকায় গরু, মাদকসহ বিভিন্ন অবৈধ চোরা চালান রোধসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, সীমান্ত বিজিবির টহল দলগুলো ক'দিন পরপরই গরু আটক করছে। কিন্তু কারা এগুলো নিয়ে আসছে বাা পাঠাচ্ছে তা বের করা যাচ্ছে না। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন। সভায় বিজিবির মেজর নুরুদ্দীন মাকসুদ (এইসি)সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ