দিনাজপুরের বীরগঞ্জের আত্রাই নদীর চরে আবাদকৃত ফসল তোলার জন্য ৪০ দিন পর্যন্ত নদী খনন কাজ বন্ধ রাখার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন ভূমিহীন কৃষকেরা। সোমবার ওই নদীর চরে ভূমিহীন কৃষকেরা এ মানববন্ধন করেছেন।
একই দাবি জানিয়ে বীরগঞ্জের আত্রাই নদীর চরে আবাদকৃত ফসল তোলার জন্য ৪০ দিন পর্যন্ত নদী খনন বন্ধ রাখার আবেদন জানিয়ে বীরগঞ্জ ইউএনও’র কাছে আবেদন করেছে ওই চরের আবাদ করা কৃষকরা। গত ৯ ফেব্রুয়ারি আমিনুল, আ. সালাম, সাইদ, জহির আলী, নিজামসহ ওই চরের কৃষকরা এ আবেদন করেন।
চরে আবাদকারী আলম শেখ, নুরুল হক, আশেদ আলী, আব্দুস সালামসহ কৃষকরা জানায়, আত্রাই নদী খনন শুরু হয়েছে। কিন্তু আত্রাই নদীর চরে আবাদি ফসলের জমিতে খননের বালু ফেলা হচ্ছে। এ কারণে কৃষকেরা কান্নায় ভেঙে পড়েন। কারণ কৃষকরা হাজার হাজার টাকা ব্যাংক লোন নিয়ে নদীর চরে আবাদ করেছেন। আর মাত্র ৪০ দিন সময় পেলে তাদের ফসল ঘরে তুলতে পারবেন।
ওই চরের আবাদকারী কৃষক ফজর আলী জানান, ৯ বিঘা জমিতে ২ লাখ টাকা খরচ করে ভুট্টা, ধান, মিষ্টি কুমড়ার চাষ করেছি। এখনও ফসল ঘরে তুলতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার