সম্প্রতি নোয়াখালীতে একই দিন দুই শিশু ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন-সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় জেলা শহর মাইজদী হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এতে হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা না হলে নির্যাতনকারীরা আরো সাহস পেয়ে যাবে। একই সঙ্গে এসব ঘটনার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর ভ‚মিকা রাখতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার