শেরপুরের ঝিানইগাতীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার তিনআনী বাজার ভূমি অফিস সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বৃদ্ধের মুখে সাদা দাঁড়ি, পরনে কালো রঙের জ্যাকেট, ভিতরে নীল রঙের হাফ হাতা শার্ট ও লুঙ্গি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকাল থেকে অজ্ঞাত এক অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করলে ওই বৃদ্ধ কোন উত্তর দেয়নি। আজ সোমবার সকালে ওই বৃদ্ধকে মৃত্যু অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন এবং সংবাদ পেয়ে পুলিশ ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানা পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত ব্যক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি । ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারনে তিনি মারা গেছেন ।
বিডি প্রতিদিন/এ মজুমদার