বঙ্গবন্ধু শেখ মুজিবুর রমানের জন্মশতবর্ষ উপলক্ষে ফেনী সরকারি কলেজে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদ'র (ফেকসুর) আয়োজনে সোমবার সকালে কলেজের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুনবী, ফেকসুর সভাপতি, সম্পাদক ও কলেজের শিক্ষার্থীসহ অভিভাবকরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার