শরীয়তপুরে প্রতিবন্ধী শিশুদের সমস্যা চিহ্নিতকরণ, সমাধানকল্পে প্রতিবন্ধী শিশু ও অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় শরীয়তপুর কোর্ট মোড়ের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান।
সভায় জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হাবিবা ইয়াছমিন, ফিজিও থেরাপী কনসালটেন্ট ডা. মনিরা সুলতানা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন