মাদারীপুরের শিবচরের ১নং গুয়াতলা এলাকা থেকে অজ্ঞাত কিশোরীর (১৩) লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। সোমবার দুপুরে শিবচর পৌরসভার ১নং গুয়াতলার শহিদ মজুমদারের ফ্লাট বাড়ির নিচতলার একটি ফ্লাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসে স্বামী-স্ত্রী পরিচয়ে যুবক-যুবতী ও ১৩ বছরের এক কিশোরীকে নিয়ে পৌরসভার গুয়াতলার শহিদ মজুমদারের বাড়ি একটি ফ্লাট ভাড়া নেয়। বাসা ভাড়া নেওয়ার ৩ দিনের মাথায় বাসায় তালা দিয়ে ওই ভাড়াটিয়া চলে যায়। এরপর আর তারা বাসায় আসেনি। ভাড়া নেওয়া ওই ফ্লাট থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের লোকজন বাসার পিছন দিকে গিয়ে দেখতে পায় একটি লাশ পড়ে আছে। তখন স্থানীরা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ধারনা করা হচ্ছে হত্যার পরে লাশ ফেলে পালিয়ে গেছে এই দম্পতি।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে লাশটি ১২-১৩ বছরের কিশোরীর হবে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল