ঢাকায় নিউজ ২৪ ও বাংলানিউজের সাংবাদিকসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের উদ্যোগে শুক্রবার বেলা ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরেফিন তুষারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি গোপাল সরকারসহ অন্যান্যরা।
বক্তারা ঢাকাসহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলা-মামলার প্রতিবাদ জানান। তারা সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার তদন্ত করে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেন। একই সঙ্গে বিভিন্ন স্থানে পেশাগত সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবি করেন তারা।
বিডি প্রতিদিন/কালাম