১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০৩:৪২

ভেজাল বেকারি পণ্য তৈরি, দুই ব্যবসায়ীর জরিমানা

নাটোর প্রতিনিধি

ভেজাল বেকারি পণ্য তৈরি, দুই ব্যবসায়ীর জরিমানা

নাটোরের বড়াইগ্রামের জোনাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেজাল বেকারি পণ্য তৈরির দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় র‌্যাব-৫-এর ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। 

রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল এএসপি এস, এম, জামিল আহমেদ, কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ জোনাইল বাজারে বরবিার সন্ধ্যায় অভিযান চালায়। এসময় ডালডা, সিঙ্গারা, আটা-ময়দা, চিনি-স্যাকারিন, এলাচ ও দুধের স্বাদ, সুগন্ধি মসলা, নকল লেবেল, নকল-সিল ব্যবহার করে বেকারি পণ্য উৎপাদনের অপরাধে বেকারির মালিক শিমুলকে পঞ্চাশ হাজার টাকা এবং বেকারির মালিক আব্দুর রহিমকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ মালামাল জব্দ করা হয়।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর