ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দেয়ায় স্থবির হয়ে রয়েছে নাটোরের বিসিআইসি বাফার সার গোডাউন। সারি সারি ট্রাক গোডাউনে অবস্থান করলেও বন্ধ রয়েছে লোড-আনলোড। পাকশি ট্রানজিট গোডাউন থেকে নিন্মমানের জমাটবাধা ইউরিয়া সার উত্তোলনে বাধ্য করার প্রতিবাদে নাটোর,পাবনা ও সিরাজগঞ্জের সার ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিয়ে আজ থেকে ধর্মঘট শুরু করে। এর ফলে নাটোর বাফার থেকে সার সরবরাহ বন্ধ হয়ে যায়।
নাটোর বাফার ইনচার্জ আব্দুল গাফফার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ডিলাররা তাদের মোট বরাদ্দের শতকরা ৫ ভাগ ইউরিয়া সার পাকশি ট্রানজিট গোডাউন থেকে উত্তোলন না করলে বাকি ৯৫ ভাগ সার নাটোর থেকে দেয়া সম্ভব না।
নাটোর ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম জানান, জমাট বাধা নিম্নমানের ওইসব সার কৃষকদের দিলে তারা প্রতারিত হবেন। এ কারণে ডিলাররা সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার