২৩ ফেব্রুয়ারি, ২০২০ ১৪:৪২

শরীয়তপুর পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর পালং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন

শরীয়তপুর পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার শরীয়তপুর পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় এর শ্রেণি কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে ৩ শতাধিক শিক্ষাথী ভোট দেয়। সকাল ১০টায় উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এতে তৃতীয়, চতুর্থ,পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

একজন ভোটার ৭টি ভোট ৭ জন প্রার্থীকে ভোটদিতে পারবে। ৩শ শিক্ষার্থী নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এ নির্বাচনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। সর্বচ্চ ভোট যে পাবে সে হবে সভাপতি বা ক্যাপটেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শরীয়তপুর  স্কুলের সহকারি শিক্ষক আব্দুল রহিম। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর