২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২১:০৪

৩৪০০ টাকার পাসপোর্ট ফি ৫২০০ টাকা চেয়ে দুদকের হাতে ধরা

দিনাজপুর প্রতিনিধি

৩৪০০ টাকার পাসপোর্ট ফি ৫২০০ টাকা চেয়ে দুদকের হাতে ধরা

দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে একজন দালালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। গ্রেফতারকৃত দালালের নাম হাসান আলী রমজান(৪৫)। তিনি শহরের মিশনরোর্ড এলাকার মৃত সিদ্দিক আলীর ছেলে। 

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মোহছেন উদ্দিন তাকে দুই মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করেন।

দুদক দিনাজপুরের সম্মন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলাম সাংবাদিকদের জানান, যারা পাসপোর্ট প্রক্রিয়া কম বোঝেন কিংবা দ্রুত পাসপোর্ট দরকার এমন সেবাগ্রহীতাদের টার্গেট করেন দালালেরা। তারা দ্রুত পাসপোর্ট পাইয়ে দিতে দর কষাকষি করে প্রতারণা করে থাকেন। সোমবার সকালে একজন  নারীকে পাসপোর্ট পাইয়ে দেয়ার কথা বলে ৩৪০০ টাকার পাসপোর্ট ৫২০০ টাকা দাবি করেন হাসান আলী রমজান। এ সময় ওই নারী দুদক দিনাজপুরের সম্মন্বিত জেলা কার্যালয়ে জানালে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দালাল হাসান আলী রমজানকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ মোহছেন উদ্দিন দালাল হাসান আলী রমজানকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর