৬ এপ্রিল, ২০২০ ১৩:৫০

বাজিতপুরে ৩২০০ পরিবারের ঘরে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:


বাজিতপুরে ৩২০০ পরিবারের ঘরে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন নিজ অর্থায়নে বাজিতপুরে ৩২০০ দরিদ্র পরিবারের ঘরে এক সপ্তাহের খাদ্য সামগ্রি পৌঁছে দিয়েছেন। আজ সোমবার বাজিতপুর সরকারি কলেজ প্রাঙ্গন থেকে কাভার্ড ভ্যানে করে আওয়ামী লীগের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসব সামগ্রির মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, আধা লিটার তেল ও ১ টি সাবান। এসময় বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ্তীময়ী জামান, সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাজিতপুর বাজার বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আফজাল হোসেন এমপি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে নিজেও সামর্থ অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন এ দুর্যোগ থাকবে, ততদিনই এ সাহায্য অব্যাহত রাখা হবে। অভাবগ্রস্ত কোন মানুষকে খাদ্যের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হবেনা। বরং আমরা নিজেরাই তাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। ইন শা আল্লাহ কোন মানুষকে না খেয়ে থাকতে হবেনা। আগামীকাল মঙ্গলবার নিকলী উপজেলায় ১৮০০ মানুষের ঘরে অনুরূপভাবে খাদ্য সামগ্রি পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান।

এসময় তিনি করোনা মোকাবিলায় সকলকে ঘরে থাকা এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর