যশোরের চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে সাকিব হোসেন নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর চোখ উপড়ে খুন করেছে দুর্বৃত্তরা। সাকিব চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামে মৃত আলমগীর হোসেনের ছেলে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্বরূপপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান মন্ডলের বাড়িতে থেকে পড়াশুনা করতো সে।
চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) এসএম এনামুল হক জানান, রবিবার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতে অনেক স্থানে তার খোঁজ-খবর নেন। সোমবার সকালে সাকিবের নানী ফাতেমা বেগম ও তার বোন রহিমা বেগম সাকিবকে খুঁজতে বের হন। সকাল সাড়ে ১০টার দিকে সাকিবের স্কুল স্বরূপপুর প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি খালে সাকিবের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ সাকিবের মরদেহ উদ্ধার করে।
পরিদর্শক এনামুল হক আরও জানান, দুর্বৃত্তরা শিশুটির ডান চোখ উপড়ে ফেলে নৃশংসভাবে হত্যা করেছে। এ ব্যাপারে চৌগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত