ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৪৭ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৭টায় উপজেলার ফতেহপুর এলাকায় অভিযান চালিয়ে নবীনগর থানা পুলিশ দুইজনেক আটক করে।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় নবীনগর থানা পুলিশের একটি দল ফতেপুর গ্রামে অভিযান চালায়। কয়েক ঘণ্টা চলা এ অভিযানে সাবেক ইউপি সদস্য মোহন মিয়ার ছেলে সাদেকুল ইসলামের ঘর থেকে ৪৭ রাউন্ড গুলি ও একটি বিদেশি ৭.৬৫ পিস্তল উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদেকুল বাড়ি থেকে পালিয়ে যান।
সম্প্রতি নবীনগর পৌর সদরে মার্সেল এক্সক্লুসিভ'র ডিলার রফিকুল ইসলামের বাড়িতে গত মঙ্গলবার মুখোশ পরিহিত দুই যুবক ঘরে প্রবেশ করে দাবিকৃত ১৫ লাখ টাকা চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় দুর্বৃত্তরা ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। ওই ঘটনায় পুলিশ ইয়াছিস (৩২) নামে এক যুবককে আটক করে। শুক্রবার আলাল ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এরপরই জেলা অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মো. মকবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ফতেহপুর গ্রামে মোহন মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই গুলিগুলোসহ বিদেশী পিস্তল উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অস্ত্র মামলার প্রস্তুতি চলছে। এই ঘটনায় যারাই জড়িত থাকবে কাউকে ছাড় দেয়া হবে না। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন