ফেসবুকে লেখালেখি করার অপরাধে নুরুজ্জামান নামে এক যুবককে বাজার থেকে তুলে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে মধ্যযুগীয় কায়দায় নিযার্তনের অভিযোগ উঠেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যানের কাডার বাহিনীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
রবিবার (১৭ মে) দুপুরে নিযার্তনের শিকার নুরুজ্জামানের চাচা আবুল কাশেম হাতীবান্ধায় থানায় ৫ জনের নাম উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত শনিবার রাতে উপজেলার জাওরানী বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ও বিজিবি ওই ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বাড়ি থেকে নিযার্তনের শিকার যুবক নুরুজ্জামানকে উদ্ধার করেন।
রবিবার (১৭ মে) সকালে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উপজেলার জাওরানী এলাকার নবী হোসেনের ছেলে নুরুজ্জামান (২৫) ভেলাগুড়ি ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন বলে অভিযোগ তোলেন চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন। গত শনিবার দুপুরে চেয়ারম্যানের ছেলে জাহাঙ্গীর হোসেন, ভাই মনজুর ও গ্রাম পুলিশ শামীম জাওরানী বাজার থেকে নুরুজ্জামানকে তুলে চেয়ারম্যানের বাড়ি নিয়ে যায়। এরপর একটি রুমে আটকিয়ে তার হাত-পা বেঁধে নিযার্তন করেন তারা। এরপর মাদক দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করেন।
খবর পেয়ে হাতীবান্ধা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওই ইউনিয়ন চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, গ্রাম পুলিশ ইয়াবাসহ ওই যুবককে আটক করেছে। তাকে নির্যাতন করা হয়নি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, এ ঘটনায় ৫ জনকে আসামি করে ছেলের চাচা আবুল কাশেম একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল