দিনাজপুরে হাসপাতালের একজন নারী চিকিৎসক, একজন নার্স ও একজন পুলিশসহ গত ২৪ ঘন্টায় নতুন আরও ১৯ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫৫ জন।
যার মধ্যে পুরুষ ৩৯২ জন, নারী ১৩৬ জন ও শিশু ২৭ জন রয়েছে। বর্তমানে ২২৮ জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৬ জন, হাসপাতালে ভর্তি ১৪ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ১০ জন। গত ২৪ ঘন্টায় ১৪ জন সুস্থসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮৭ জন। এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
এদিকে, দিনাজপুরে ডাক্তার, নার্সসহ এ পর্যন্ত ৪১ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুই নারীসহ ১৪ জন চিকিৎসক, ৪ জন নার্স ও বাকী ২৩ জন স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, ড্রাইভার, ফার্মাসিষ্ট, অফিস সহায়কসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী রয়েছে।
স্বাস্থ্য বিভাগের আক্রান্ত ৪১ জনের মধ্যে একজন চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ মারা গেছেন। এর মধ্যে কয়েকজন সুস্থ এবং অন্য সবাই হোম আইসোলেশনে রয়েছেন। তাদের সবারই শারিরিক অবস্থা ভাল রয়েছে বলে জানান দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টায় প্রাপ্ততত্তে দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১০৬ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ১৯ জনের করোনা পজিটিভ আর ৬টি ফলোআপ পজিটিভ এবং বাকি ৮১টির ফলাফল নেগেটিভ।
অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৬৪৬৯টি আর অদ্যবধি ফলাফল এসেছে ৫৯৫৯টি নমুনার।
গত ২৪ ঘন্টায় জেলায় ৪৭টি নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কেয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৪১ জনকে এবং বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৫১৭ জন আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ১৫ জন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর