মাগুরা সদর হাসপাতালে আইসোলেশনে থাকা মিজানুর রহমান মুন্সী (৬৫) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামে।
সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত বুধবার (২৪ জুন) নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ ধরা পড়লে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয় মিজানুর রহমান। আজ শুক্রবার তার মৃত্যু হয়। এ নিয়ে মাগুরায় করোনা আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হলো।
এদিকে, আজ শুক্রবার জেলায় নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট সংখ্যা দাঁড়ালো ৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৪৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন সদর উপজেলায়, ১ জন শ্রীপুর উপজেলায়। এর মধ্যে সদরের ভায়না এলাকায় ১ জন, আদর্শপাড়া ১ জন, স্টেডিয়ামপাড়ায় ১ জন, সদর হাসপাতাল পাড়ায় ১ জন, পারলা গ্রামে ১ জন, বড়খড়ি গ্রামে ১ জন এবং শ্রীপুর উপজেলার গোপালপুর গ্রামে ১ জন।
জেলায় হোম আইসোলেশনে আছে ৪৭ জন এবং প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছে ৩ জন। এছাড়া গত ২১ জুন থেকে শহরের খান পাড়া, পিটিআইপাড়া এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষানা করে জেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর