সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার লুসনির হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। মৃতরা হলেন উপজেলার চমরদানি ইউনিয়নের আমজোড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে বাবলু মিয়া (২৫) ও সিরাজ মিয়ার ছেলে আওয়াল মিয়া (২৭)।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০ টা থেকে বজ্রপাতসহ ভারি বৃষ্টিপাত শুরু হয়। এসময় আমজোড়া গ্রামের বাবলু ও আওয়াল গ্রামের পাশে লুসনির হাওরের মাছ ধরছিলেন। বজ্রপাতসহ বৃষ্টির কোনও এক সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বৃষ্টি থামানোর পর স্বজনরা রাতে বাবুল মিয়ার মৃতদেহ উদ্ধার করেন। আজ শুক্রবার সকালে উদ্ধার করা হয় আওয়াল মিয়ার মৃতদেহ।
ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর