গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় আবুল কাশেম জনিকে (২৭) হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত জনি গাজীপুর মহানগরের পূবাইল থানার নারায়ণকুল এলাকার আবুল কালাম আজাদের ছেলে।
নিহতের স্ত্রী কারিমা বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাত পর্যন্ত তার স্বামী ঘরে টিভি দেখছিলেন। এরই মধ্যে তিনি ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় ঘরের দরজার ছিটকিনি বাহির থেকে আটকে রেখে তিনি বাইরে চলে যান। এরপর তার স্বামী আর বাসায় ফিরেননি। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জনির লাশ নারায়ণকুল এলাকার সড়কের পাশে ঝোপের ভিতর পরে আছে বলে স্থানীয়রা তাদের খবর দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজমুল হক ভূইয়া জানান, খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথার পিছনে, ডান চোখে ও ডান হাতের কনুইয়ে জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে হাতুরি বা লোহার রড দিয়ে তাকে আঘাত করা হয়েছে। তবে জনিকে কেউ ঘর থেকে ডেকে নিয়ে গেছে কি না তার সত্যতা শুক্রবার দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ