লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর আবাবিল গ্রামে পুকুরে ডুবে সাইয়্যেদা আরিয়া (০৩) ও সাইয়্যেদ ফাইয়াজ (০৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় পুলিশ ফাঁড়ি থানার উপ-পরিদর্শক মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সাইয়্যেদা আরিয়া ও সাইয়্যেদ ফাইয়াজ উত্তর চর আবাবিল ইউনিয়নের চর আবাবিল গ্রামের সাইয়্যেদ মঞ্জিলের মুফতি সাইয়্যেদ মোঃ তাহের জাবেরী আল-মাদানীর মেয়ে ও সাইয়্যেদ ফয়সাল জাবেরী আল-মাদানীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকালে শিশু দুজন বাড়ির মধ্যে পুকুরের পাশে খেলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরের পানিতে তাদেরকে ভেসে থাকতে দেখা যায়। পরে কাজের মহিলা শিশু আরিয়া ও শিশু ফাইয়াজকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিলে বাড়ির লোকজন শিশু দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর