নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় রামপুর-তেলিগাতি সড়কে অটোরিকশার ধাক্কায় শত বছর বয়সী সোয়ার মা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে রাজিবপুর বাজারে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ঘাতক চালক পালিয়ে যান। বৃদ্ধা উপজেলার বলাইশিমুল ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত নুর হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির অদূরে রাজিবপুর বাজারে সদাই আনতে গেলে দ্রুতগামী একটি অটোরিকশা বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়তে পড়তেই স্থানীয়রা এগিয়ে আসেন। এসময় চালক দ্রুত পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম