রাজবাড়ীর কালুখালীতে করোনাভাইরাস সংক্রমণের ফলে প্রতিবন্ধী ও দুস্থ্ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে কালুখালীর বড়পাতুরিয়া রেসি ক্যাম্পাসে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবনসহ সাবান এবং মাস্ক বিতরণ করা হয়।
রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলীউজ্জামান চৌধুরী টিটো। এছাড়া ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম খায়ের, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম আলী, সাওরাইল ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম সারোয়ার ঠান্ডু, কালুখালী উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি প্রমুখ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলীউজ্জামন চৌধুরী টিটো বলেন, রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের পরিবারের পক্ষ থেকে তার পুত্র আশিক মাহমুদ মিতুল জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। কালুখালীতে রহমাতুন্নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যেভাবে এলাকার মানুষের পাশে থেকে শিক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে যাচ্ছে সেটা সত্যিকার অর্থেই প্রশংসার দাবি রাখে। দেশের এই সংকটকালে বিত্তবানদের পাশে থাকার আহ্বান জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর