নেত্রকোনার মোহনগঞ্জের গ্রামীণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় ১০ বছরের শিশু পরশমণি নিহতের প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকালে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের দূর্ঘটনারস্থল খানবাহাদুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে এলাকার শিশু থেকে শুরু করে নানা বয়সী শতাধিক মানুষ অংশ নেন। এসময় বক্তারা ঘাতক চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাশাপাশি এমন গ্রামীণ সড়কে যান চলাচলে দ্রুত গামিতা বন্ধেরও দাবি জানানো হয়। তারা আরও জানান, ঘাতক চালক ও সমিতির নেতারা নিহত শিশুর পরিবারকে ২০ হাজার টাকা দিয়ে মীমাংসা করে ফেলতে চায়। যে কারণে হুমকি ধমকিও দেয় পরিবারটিকে। কিন্তু এই মীমাংসায় দুর্ঘটনা আরও বাড়বে উল্লেখ করে তারা সুষ্ঠু বিচার দাবি করেন।
উল্লেখ্য গত বুধবার দুপুরে ওই এলাকার ইছা মিয়ার মেয়ে এবং সমাজ সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পরশমণি খান বাহাদুর বাজারে যাওয়ার পথে অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই নিহত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম