ফেনী শহরের ১৮ নং ওয়ার্ড রামপুরে বাল্য বিবাহ দেয়ার অপরাধে কনের বাবার ১৫ দিনের জেল ও কাজির ২০ হাজার টাকা জিরমানা করেছে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রামপুরের এডভোকেট হাফেজ উদ্দিনের বাড়ির তার ভাড়াটিয়ার ঘরে অভিযান চালায়। এসময় রামপুর বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির (১৩) ছাত্রীর সাথে ২৫ বছর বয়সী কারখানা শ্রমিক আনোয়ারের বিয়ের আয়োজন চলছিল। তারা উভয়ে নেয়োখালী জেলার বাসিন্দা।
শুক্রবার কনের বাবা মোঃ জহির উদ্দিন তার তের বছরের মেয়েকে আহম্মদ আলির ছেলে মোঃ আনোয়ারের সাথে বিবাহ দিচ্ছিলেন। বিবাহের কাজি ছিলেন ১৮নং ওয়ার্ডের কাজি আবদুল মতিন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বর কৌশলে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ