পটুয়াখালীর কলাপাড়ায় এক নারী ও ট্যুরিষ্ট পুলিশের দুই সদস্যসহ নতুন করে তিনজনের করোনা সনাক্ত হয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের দুই সদস্যের গত ১৯ জুন নমুনা সংগ্রহ করা হয়। এছাড়া কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি এলাকার এক নারীর ১৩ জুন নমুনা সংগ্রহ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১০ টায় তাদের রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তবে তারা সুস্থ অছেন। এ উপজেলায় এখনও পর্যন্ত ১৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছে দুইজন ও সুস্থ হয়েছেন দুই জন। বিষয়টি নিশ্চিত করেছে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর