রংপুরে করোনা ও লকডাউনকে উপেক্ষা করে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি থেকে চোর নগদ ১২ লাখ টাকাসহ মালামাল চুরি করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানাগেছে, গত সোমবার রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন মোল্লা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হন। মঙ্গলবার তার বাড়িকে লকডাউন করে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তোফাজ্জল হোসেন ও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন হলে তাদেরকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে নেওয়া হয়।
বুধবার রাতে তোফাজ্জল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই রাতেই তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি ফাঁকা পেয়ে চোর ঘরের আলমারী ভেঙে নগদ ১২ লাখ টাকা ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
তোফাজ্জল হোসেনের ছেলে ফারুক আহমেদ জানান, বাড়ি ফাঁকা থাকায় ঘরের আলমারী ভেঙে নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে। থানায় মৌখিকভাবে জানালেও করোনা রোগীর বাড়ি বলে ভয়ে আসেনি পুলিশ। গতকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করলে ওসি এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, খবর পেয়ে আমরা করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর