টাঙ্গাইলের সখীপুরে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কাজুলি বর্মন (৩০) নামের একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাজুলি ওই গ্রামের বিকাশ চন্দ্র বর্মনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শুক্রবার দুপরে কাজুলি বর্মন মোবাইল চার্জ দিতে যায়। এ সময় বিদ্যুতের ছেঁড়া তাওে সে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন