সিরাজগঞ্জের বেলকুচিতে দলের অভ্যন্তরীন কোন্দলকে কেন্দ্র করে দিনে দুপুরে ফিল্মি স্টাইলে যুবলীগ-ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে কুপিয়েছে নিজদলেরই প্রতিপক্ষের সন্ত্রাসীরা। গুরুত্বর অবস্থায় আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন পৌর যুবলীগ নেতা শেরনগর গ্রামের সাহেদুল ইসলাম (৩০), যুবলীগ কর্মী শাহাদত হোসেন (২৩),জাহিদুল ইসলাম (২২), ছাত্রলীগ কর্মী আমিরুল ইসলাম (১৮) ও স্বেচ্ছাসেবকলীগ কর্মী মাহমুদুল হাসান (২৬)। এদের মধ্যে সাহেদুল ইসলামসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা সকলেই সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাসের অনুসারী। নিজ দলের সন্ত্রাসীদের দ্বারা মারধরের এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতদের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগরের তাঁতের কাপড় ব্যবসায়ী যুবলীগ নেতা সাহেদুল ইসলামসহ পাঁচ নেতাকর্মী হাই সরকারের মিলের পাশে বসেছিল। এসময় বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার সহযোগী জুয়েল ও ফরিদুল, মিঠু, তৈয়ব, ইমরান, সবুজ, আরিফ, মাসুদ, জুলমাত ও সোলেমানসহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা পাঁচজনকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
বেলকুচি পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস জানান, সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আব্দুল মমিন মন্ডলের ছত্রছায়ায় বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা একের পর এক চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তার কর্মকাণ্ডে পুরো উপজেলাবাসী ভীত সন্ত্রস্ত্র থাকছে। প্রতিদিনই রেজার বাহিনীর হাতে নিরীহ নেতাকর্মীসহ সাধারন মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছে। এমনকি প্রতিবাদ করায় আমাদের উপরও দফায়-দফায় হামলা হয়েছে। সবশেষ গতকাল দলের ৫ নেতাকর্মীকে কুপিয়ে গুরুত্বর আহত করেছে।
তবে বেলকুচি উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজা ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করে জানান, যে কোন সন্ত্রাসী ঘটনা ঘটলে বিশ্বাস পরিবার আমাকেই দায়ী করে। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাউদ্দিন ফারুকী জানান, হামলা ঘটনটি মর্মান্তিক। আমরা বিষয়টি গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর