ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকসহ ২ জন নিহত হয়েছে। নিহত ট্রাক চালক শৈলকূপা উপজেলার বারইপাড়া গ্রামের বাবর আলী খার ছেলে ও নিহত যুবক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে।
আজ শুক্রবার বিকেলে শৈলকুপা উপজেলার দুধসর ও চড়িয়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হেলপারসহ আহত হয়েছে আরও ৩ জন।
শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, আজ শুক্রবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কর দুধসর-চাদপুর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এসময় ট্রাকের চালক হান্নান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় সহকারী। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, বিকেলে শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থানে কুষ্টিয়া থেকে খুলনাগামী একটি পরিবহণ বাস থেকে ছিটকে পড়ে সজিব হোসেন নামের এক যুবক নিহত হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর