বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামে বিরল প্রজাতির মেটেমাথা কুরা ঈগল বা মাছ মুরাল পাখির বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উদ্ধারকৃত কুরা ঈগল খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু জানান, গত মঙ্গলবার উত্তর শিহিপাশা গ্রামে একটি গাছের বাসা থেকে মাটিতে পরে যায় কুরা ঈগল ছানাটি। স্থানীয় রানা জমাদ্দার ঈগল ছানাটিকে নিজের কাছে রেখে দেয়। বিষয়টি জানাতে পেরে ঈগল ছানাটি উদ্ধার করে বন বিভাগে যোগাযোগ করেন তিনি। আগৈলঝাড়া বন বিভাগের মাধ্যমে খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে কুরা ঈগল বাচ্চাটিকে বৃহস্পতিবার হস্তান্তর করা হয়।
খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. লুৎফর পারভেজ জানান, উদ্ধার হওয়া ঈগল ছানাটি বিলুপ্ত প্রায় বিরল প্রজাতীর। মেটে মাথা কুরা ঈগল বা মাছ মুরাল পাখির ছানাটির বয়স অনুমানিক তিন মাস। এটি যেহেতু এখনো ভালোভাবে উড়তে পারে না সেজন্য বাচ্চাটিকে আপাতত খুলনা বন্য প্রাণি উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিবির পরিচর্যায় রাখা হবে। পরবর্তীতে পাখিটিকে অবমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন