‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ভালুকা উপজেলা শাখা ছাত্রলীগের কর্মীরা।
শুক্রবার বিকালে উপজেলার ধীতপুর জামে মসজিদ ও মাদরাসায় মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এসময় বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সদস্য ইঞ্জিনিয়ার জুনায়েত হোসেন রিপেলের আয়োজনে ছাত্রলীগের কর্মীরা এই কর্মসূচি পালন করেন। এসময় অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন ধীতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মনিরুজ্জামান স্বপন, ছাত্রলীগ নেতা এমদাদুজ্জামান জামিম, হাসান আলী জনি, মাহমুদুল হৃদয়, আরিফুল জয়, মোরাদ, রাসেল, সাগর, জাহিদ, হাসান, আলিফ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম