করোনা উপসর্গ নিয়ে দিনাজপুরের বিরামপুরে দেলোয়ার হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ওই ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করেছেন।
শুক্রবার বিকালে উপজেলার কসবাসাগরপুর গ্রামের বাড়িতে মারা যান তিনি।
মৃত দেলোয়ার হোসেন (৬০) উপজেলার কসবাসাগরপুর গ্রামের দসিমুদ্দিনের ছেলে।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী বলেন, শরীরে জ্বর নিয়ে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিনদিন আগে চিকিৎসা নিতে আসেন দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তি। ওইদিন সে চিকিৎসা না নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যায়। শুক্রবার বিকালে ওই ব্যক্তি নিজ বাড়িতে মারা যান। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার বলেন, শুক্রবার রাতে ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়ে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের নিয়ম আনুযায়ী মৃত ব্যক্তিকে জানাজা করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত