নেত্রকোনার কলমাকান্দায় ডোবার পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নুরুজ্জামান (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের খাসপাড়া গ্রামে বাড়ির সামনে ডোবায় নেমে মাছধরার সময় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, ওই গ্রামের সাহেব আলীর ছেলে সকালে পরিবারের খাবারের জন্য বাড়ির সামনের ডোবায় জাল নিয়ে মাছ ধরতে যান। বর্ষায় ডোবার পানি বৃদ্ধি পাওয়ায় এবং নুরুজ্জামান সাঁতার না জানায় পানিতে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. মাজাহারুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মামলা হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ