কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঘোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল।
শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীরকে (৪০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার উপ পরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলমগীর দীর্ঘদিন যাবত মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পরে এ সংক্রান্ত একটি মামলা দিয়ে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ