নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের অন্তর্গত নানাইচ বেগুনবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কৃষক নুরল ইসলাম ওই গ্রামের মৃত সমশের মন্ডলের ছেলে।
এ ব্যাপার ধামইরহাট পবিস-২ এর এজিএম মো.আবুু হানিফ এবং ওই এলাকার ইউপি সদস্য রশিদুল ইসলাম বলেন, কৃষক নুরল ইসলাম (৫৬) নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার সময় অসাবধানতা বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মমিন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        