৩ জুলাই, ২০২০ ১৯:২২

দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি:

দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বেলা ১২ টার দিকে পৌর শহরের বুরুঙ্গা এলাকায় প্রায় অর্ধশত গ্রামবাসী এই মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধনকারীরা জানায়, দীর্ঘ চার বছর ধরে দুর্গাপুর কমলাকান্দা ২৪ কিলোমিটার সড়ক সংস্কারের নামে তালবাহানা করছে ঠিকাদারসহ কর্তৃপক্ষ। এদিকে সড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দের। এসব খানাখন্দে গাড়ি পড়ে গিয়ে প্রতিনিয়িত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর শহরের ২ নং ওর্য়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিরাজ মিয়া, উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাহান আলী, ব্যবসায়ী আবু তাহেরসহ অন্যরা। 

তারা আরো জানান, ২০১৮ সালে ৫ ই আগস্ট দুর্গাপুর-কমলাকান্দা উপজেলার জনগণের দুর্ভোগ লাঘবে সাড়ে ২৪ কোটি টাকা ব্যয়ে এলজিইডি কর্তৃক সড়কটির সংস্কারের কাজ শুরু করেন ডলি কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সনের ৫ ই মে তিনটি প্যাকেজে চলমান কাজ শেষ হবার কথা থাকলেও এখনো শেষ হয়নি কাজ। ২০২০ এর মে মাসও চলে গেছে। আর সড়ক এভাবেই পড়ে আছে। আরো কতো প্রাণহানি হবে সেগুলোর দায় কে নেবে?


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর