বগুড়ার গাবতলীতে দু'পক্ষের ঝগড়া থামাতে গিয়ে অমিত রায় (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার নেপালতলী ইউনিয়নের পারকাঁকড়া গ্রাামে এই খুনের ঘটনা ঘটে।
অমিত রায় একই গ্রামের অনিল চন্দ্র রায়ের ছেলে।
জানা গেছে, একই গ্রামের রিফাত নামের এক যুবকের সঙ্গে অমিত রায়ের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ভাতিজির প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় প্রেমের সূত্র ধরে রিফাত ওই স্কুল ছাত্রীকে জাপটে ধরে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়। এসময় ঝগড়া থামাতে গেলে রিফাতের বাবা এনামুল কনুই দিয়ে অমিতের বুকে আঘাত করে। এতে অমিত অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ার গাবতলী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, তুচ্ছ ঘটনা নিয়ে খুনের ঘটনা ঘটেছে। জড়িত এনামুলকে গ্রেফতার করতে পুলিশ অভিযান শুরু করেছে।
বিডি প্রতিদিন/আরাফাত