জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের করিমগঞ্জে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান আলী ভূঁইয়ার উদ্যোগে শুক্রবার সকালে বঙ্গবন্ধু চত্বরে (জগৎ শাহ বাড়ি ) অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী আব্দুস সাত্তার। এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূঁইয়া।
আরও বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোয়াজ্জেম হোসেন কবীর, করিমগঞ্জ উপজেলা পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রবিন মাহমুদ, করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলম মোল্লা, পৌর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম শেখ, আওয়ামী লীগ নেতা ডা. প্রবীর চক্রবর্তী, আলতাব হোসেন ও হাছু ফকির প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা খায়রুল ইসলাম। এর আগে স্থানীয় মাদরাসায় কোরআন খতম দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই