১৫ আগস্ট, ২০২০ ২১:৫৬

'বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ'

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

'বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ'

'বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর আদর্শ বাঙ্গালী জাতির আদর্শ। ক্ষমতালোভাী বিপদগামী কিছু সৈনিক ও রাজনীতিক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের লাল সূর্যকে অস্তমিত করার প্রয়াস চালিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অস্তমিত সূর্যকে আরো জাগ্রত করে তুলেছে।' 

জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস এসব কথা বলেন। তিনি বলেন, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর আদর্শের পথ ধরেই তার স্বপ্ন বাস্তবায়নে দেশ এগিয়ে চলছে। কোন কুচক্রীমহল দেশকে পিছিয়ে নেয়ার ষড়যন্ত্র রোধ করতে পারবে না।  

শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত শোক সভায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার  রাজনৈতিক জীবন আদর্শ তুলে ধরে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কে.এম. হোসেন আলী হাসান, আলহাজ ইসহাক আলী প্রমুখ।  আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ জাতিয় চার নেতা সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।  


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর