মাগুরা জেলার ৪ উপজেলার গ্রাম পুলিশদের মধ্যে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় পোষাক সামগ্রী বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।
আজ বুধবার দুপুরে কালেক্টরেট চত্ত্বরে এ অনুষ্ঠানে মাগুরা সদর, শ্রীপুর, মোহম্মদপুর ও শালিখা উপজেলার ৩৯২ জন গ্রাম পুলিশের মাঝে প্যান্ট-শার্ট, জুতা, ছাতা, লাঠি, রেইন কোটসহ অন্যান্য সামগ্রী তাদের মাঝে বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফাজ উদ্দিন (অতিরিক্ত জেলা প্রশাসক), কামরুজ্জামান (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট), জুলিয়া সুরানাঅতিরিক্ত (জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ