বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক খন্ডন করে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন।
জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামানের আদালতে আজ আসামি কামরুল ইসলাম সায়মুন এবং পলাতক আসামি মুসার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন।
বেলা ৩টা পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আগামীকাল পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন