টাঙ্গাইলের বাসাইলে ইউপি নির্বাচনে পরাজিত প্রার্থী পূর্বশত্রুতা জের ধরে ইউপি সদস্যসহ পাঁচজনকে মারপিট করা হয়েছে। এ ঘটনায় হামলাকারী সোহেল গংদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার দেউলী বাজারে এই মানববন্ধের আয়োজন করে।
এলাকাবাসী জানায়, গত চার বছর আগে দেউলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করে হিকমত আলীর কাছে হেরে যান খাদেমুল হাসান সোহেল। সেই নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে বিভিন্নভাবে ওয়ার্ড মেম্বার হিকমত আলীকে হত্যার চেষ্টা করে আসছেন সোহেল গংরা।
গত ১০ সেপ্টেম্বর দেউলী বাজারে ওষুধ কিনতে গেলে হিকমত আলী মেম্বারের উপর হামলা চালায় সোহেল, রুবেল শিকদার, জহিরুল হক দিপুসহ অন্তত ১৫/২০জনের একদল সন্ত্রাসী।
তারা হিকমত আলী মেম্বারকে লাঠি দিয়ে মারপিট থাকে। এসময় তার চিৎকারে তার চাচা জামাল মিয়া এগিয়ে আসলে তাকেও তারা কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় আরও ৫/৬ জনকে মারপিট করা হয়।
এ ঘটনায় আহত হিকমত আলী বাদী হয়ে খাদেমুল হাসান সোহেলসহ ১৩ জনের নামে বাসাইল থানায় একটি এজাহার দায়ের করেন।
পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বিডি প্রতিদিন/আরাফাত