২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৬:২৮

বরিশালে ৪টি খাবার হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল


বরিশালে ৪টি খাবার হোটেলকে
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বরিশাল নগরীতে ৪টি খাবার হোটেলে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজার নেতৃত্বে রবিবার সকালে বরিশাল নদী বন্দর সংলগ্ন চরকাউয়া খেয়াঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

এ সময় নোংরা পরিবেশে পঁচাবাসি খাবার বিক্রির দায়ে হোটেল জমজমকে ২ হাজার টাকা, মা রেস্টুরেন্টকে ২ হাজার, হোটেল আব্দুল রাজ্জাককে ৩ হাজার এবং মায়ের দোয়া হোটেলেকে ৩ হাজার টাকাসহ মোট ১০ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

কোতয়ালী মডেল থানা পুলিশের সহযোগীতায় পরিচালিত অভিযানে প্রসিকিউসন অফিসার ছিলেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর