নোয়াখালীতে আলোচনা, মিলাদ ও কেক কাটার মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন দলের জেলা সাধারণ সম্পাদক ও সদর সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
শেখ হাসিনাকে মানবতার নেত্রী উল্লেখ করে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন, শেখ হাসিনা তার জীবনের বেশির ভাগ সময় এদেশের দুঃখি মানুষের মুখে হাঁসি ফোটানোর জন্য ব্যয় করেছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের, যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী সুধারাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্ট ও জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ