জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট ইমরান আলী (৫০ ) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমাবার বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে উপজেলার লালপুর সদরে এই ঘটনা ঘটে। তিনি লালপুর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নাটোর আদালতের বিশিষ্ট আইনজীবী ছিলেন।
জানা যায়, এ্যাডভোকেট ইমরান আলী জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বেশ কয়দিন ধরে ভুগছিলেন। সোমাবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার আশঙ্কাজনক অবস্থা দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায় গেছে।
এ্যাডভোকেট ইমরান আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাটোর-১ লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ