নরসিংদীতে সদর হাসপাতালের নার্স তাহমিনা সুলতানা শিমুর খুনিকে ফাঁসি দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে স্বাধীনতা নার্সেস পরিষদ-এর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
স্বাধীনতা নাসের্স পরিষদের সভাপতি ফেরদৌসি বেগমের সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোছা. ফেরদৌসি বেগম, সহ-সাধারণ সম্পাদক সামছুন্নাহার, সহ-সভাপতি নাসিমা বেগম, সাংগঠনিক সম্পাদক শিরিন আক্তার, সংগঠক মো. জাকির হোসেন ও সিনিয়র স্টাফ নার্স কোহিনুর বেগম।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর নরসিংদী জেলা সদর হাসপাতালের সিনিয়র নার্স তাহমিনা সুলতানাকে হত্যার অভিযোগ উঠে তার স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, যৌতুকের কারণেই তাকে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছেন।
বিডি প্রতিদিন/এমআই