২৯ অক্টোবর, ২০২০ ১৭:১৮

লাইসেন্স না থাকায় সিদ্ধিরগঞ্জে ৩ স’মিলের মালিককে জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

লাইসেন্স না থাকায় সিদ্ধিরগঞ্জে ৩ স’মিলের মালিককে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লাইসেন্স ছাড়াই স’মিল পরিচালনা করায় ৩ স’মিল মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অবৈধ স’মিলগুলো হলো সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি এলাকার সওদাগর টিম্বার্স ও দরবার টিম্বার্স এবং ৩নং ওয়ার্ডের সানারপাড় এলাকায় মজুমদার টিম্বার্স।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক ‘করাত কল (লাইসেন্স) বিধিমালা-২০১২’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পৃথক ভাবে মামলা দায়েরের মাধ্যমে এ ৩টি করাত কলের মালিকদের মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর