৩১ অক্টোবর, ২০২০ ১৩:১৮

পেকুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

পেকুয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে মো. জিয়াবুল হোসাইন (২৮) নামে এক যুবক গণপিটুনিতে আহতের তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপতালে তিনি মারা যান। জিয়াবুল টইটং ইউনিয়নের ছনখোলার জুম গ্রামের মাহমুদুল হকের ছেলে।

জানা যায়, গত বুধবার ভোরে জিয়াবুলকে শিলখালীর লম্বামুরা এলাকায় ঘোরাঘুরি করতে দেখে কিছু লোক তাকে চোর বলে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন ওই যুবক। পরে মারা গেছে ভেবে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর