গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলহাটি এলাকায় আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে এ সভায় সভাপতিত্ব করেন আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা অলু। এতে বক্তব্য দেন গাজীপুর জেলা পরিষদের সদস্য ফালাক উদ্দিন মৃধা, বাড়ইপাড়া শ্রমিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সফিউদ্দিন মৃধা, বাড়ইপাড়া অটো টেম্পু মালিক সমিতির সভাপতি বেনজির আহমেদ মুক্তার, আটাবহ ইউনিয়নের সচিব আনোয়ার হোসেন, অটোরিকশা চালক আব্দুল হালিম, সিএনজি চালক লেহাজ উদ্দিন, সমাজসেবক শামসুল আলম, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মাস্টার, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিনসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে অটোরিকশা চালকদের মাঝে নেমপ্লেট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ